ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘বৈষম‌্যবি‌রোধী’ এজেন্সি মা‌লিক‌দের তিন প‌্যা‌কেজ, সর্ব‌নিম্ন খরচ ৫ লাখ ১৮ হাজার টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫০, ৭ নভেম্বর ২০২৪
‘বৈষম‌্যবি‌রোধী’ এজেন্সি মা‌লিক‌দের তিন প‌্যা‌কেজ, সর্ব‌নিম্ন খরচ ৫ লাখ ১৮ হাজার টাকা

‘বৈষম্যবিরোধী’ হজ এজেন্সি মালিক‌দের পক্ষ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কোরবা‌নি ছাড়া সর্ব‌নিম্ন খরচ ধরা হ‌য়ে‌ছে ৫ লাখ ১৮ হাজার টাকা।এর আগে হাবের সা‌বেক নেতা‌দের পক্ষ‌ থে‌কে ঘো‌ষিত সাধারণ প্যাকেজের সর্ব‌নিম্ন খর‌চের চে‌য়ে ৫ হাজার টাকা কম। তা‌দের সাধারণ প্যাকেজে কোরবানি ছাড়া সর্ব‌নিম্ন খরচ ধরা হয় মোট ৫ লাখ ২৩ হাজার টাকা।

বৃহস্প‌তিবার (৭ নভেম্বর) ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নিটি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নে প‌্যা‌কেজ তিন‌টি ঘোষণা ক‌রেন ‘বৈষম্যবিরোধী’ হজ এজেন্সি মালিক‌দের প‌ক্ষে সদস্য সচিব মোহাম্মদ আলী।

তিন প‌্যা‌কে‌জের ম‌ধ্যে র‌য়ে‌ছে- সাধারণ হজ প্যাকেজ-১, সাধারণ হজ প্যাকেজ-২ এবং বিশেষ হজ প্যাকেজ।

আরো পড়ুন:

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য খাবারসহ কোরবানি ছাড়া সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য মোট পাঁচ লাখ আঠার হাজার টাকা। সাধারণ হজ প্যাকেজ-২ মূল্য মোট পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজ এর মূল্য ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা।

সরকা‌রিভা‌বে হজ প‌্যা‌কেজ আরও কমা‌নোর দা‌বি জা‌নি‌য়ে ‘বৈষম্যবিরোধী’ হজ এজেন্সি মালিক‌দের প‌ক্ষে সংগঠন‌টির সদস্য সচিব মোহাম্মদ আলী ব‌লেন, ধর্মপ্রাণ মুসলমান‌দের জন‌্য হজ পালন সহজতর করার জন্য বিমান ভাড়া ও সৌ‌দি অং‌শের মুয়াল্লিম ফি এবং ১৭.৫০% ভ্যাট কমা‌নো জরু‌রি।নাহ‌লে অতী‌তের মতো এ বছরও কোটা পূর্ণ হওয়া নিয়ে শঙ্কা র‌য়ে‌ছে। ফ‌লে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে সরকা‌রিভা‌বে প‌্যা‌কেজ খরচ কমা‌তে হ‌বে। সরকা‌রিভা‌বে কমা‌নো হ‌লে প‌্যা‌কেজ খরচ সমন্বয় করার কথা ব‌লেন তি‌নি।

সংবাদ স‌ম্মেল‌নে বলা হয়, ধর্মপ্রাণ মুসলমানের সারা জীবনের লালিত স্বপ্ন হলো হজ। জীবনে একবারের জন্য হলেও আল্লাহর ঘরের মেহমান হয়ে পবিত্র কাবা জেয়ারত ও মদীনায় সালাতু সালাম পেশ করা। মহান কাজটি সুন্দর ও সুচারুরূ‌পে সম্পাদ‌নে এজেন্সি মালিক ও সরকারের আন্তরিক সহযোগিতা একান্ত জরু‌রি।

এতে বলা হয়, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১ লাখ ২৭ হাজার  জনের জন্য পবিত্র হজ পালনের কোটা বিদ্যমান থাকলেও বিগত কয়েক বছর ধরে নানা ধরনের অনিয়ম, নৈরাজ্যের মাধ্যমে বিমান ভাড়া ও হজ প্যাকেজ মূল্য অস্বাভাবিকহারে বৃদ্ধি করে পুরো হজ ব্যবস্থাপনাকে সঙ্কটাপন্ন করে তোলা হয়। যার ফলশ্রুতিতে ২০২৪ সালে প্রায় ৪৫ হাজার নিবন্ধিত হজযাত্রী পবিত্র হজ পালন থেকে বঞ্চিত হয়। এ অবস্থার উত্তরণ ঘটিয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার আন্তরিক প্রচেষ্টায় বিমান ভাড়াসহ প্যাকেজ মূল্য কিছুটা কমলেও এখনও এ দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সাধ ও সাধ্যের মাঝে বিস্তর ফারাক রয়েছে।

সংবাদ স‌ম্মেল‌নে সংগঠন‌টির আহ্বায়ক মো. আক্তার উজ্জামান, হাবের সাবেক মহাসচিব এম. এ রশিদ শাহ সম্রাট, যুগ্ম আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সাবেক এ.সি সদস্য কারী গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা রিপন, হা‌বের সা‌বেক সদস্য এম. এ তাহের, মাহমুদুল  হক পেয়ারু, মোর্শেদুল আলম, নজরুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ,  মাওলানা আশ্রাফুল হক,  আব্দুল জব্বার, মঈনুল আলম প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন ২০২৫ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলা‌দেশ থে‌কে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রীর কোটা র‌য়ে‌ছে। 

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়