ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আ.লীগের কর্মসূচি মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৫, ৯ নভেম্বর ২০২৪
আ.লীগের কর্মসূচি মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণকে রোববার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে আসার ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি এ কর্মসূচি ঘোষণার পর তা মোকাবিলা করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কর্মসূচি নিয়ে দুটি পোস্ট দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, ১০ নভেম্বর আসুন- নূর হোসেন চত্তর, জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকায়। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে, আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে। অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন।

এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাশত করবে না।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়