ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অজুহাত দিয়ে নির্বাচন দীর্ঘায়িত না করার আহ্বান জামায়াতের

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:২০, ৯ নভেম্বর ২০২৪
অজুহাত দিয়ে নির্বাচন দীর্ঘায়িত না করার আহ্বান জামায়াতের

লক্ষ্মীপুরে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

নানা অজুহাতে ত্রয়োদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠান দীর্ঘায়িত না করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বলেন, ‘নানা অজুহাত অথবা অগ্রাধিকার বুঝতে না পেরে নির্বাচন অনুষ্ঠানে আপনারা দীর্ঘায়িত করবেন না। আপনারা ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনে নির্বাচন অনুষ্ঠানে যদি ঢিলেমি করেন, তাহলে জনগণ সেটি মেনে নেবে না।’

শনিবার (৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমি কার্যালয়ের হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরো পড়ুন:

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘ভোটার লিস্ট সংশোধন, ইলেকশন কমিশন সংস্কার অপরিহার্য। আমরা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের (পিআর পদ্ধতি) কথা বলেছি, যেটা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করবে এবং দেশের ক্ষমতার ভারসাম্য হবে, ভবিষ্যতে যেকোনো ফ্যাসিজম বা এক নায়কতন্ত্রকে রোধ করবে, সেই সংস্কার এনে যত দ্রুত সম্ভব ‘দিস ওনার দি বেটার’ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।’

স্বাধীনতার ৫৫ বছরে অনেক দলের অনেক স্লোগান দেখেছেন, যারাই ক্ষমতায় আসে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করে সকলকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াতের শীর্ষ এ নেতা।

এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন, নায়েবে আমীর এআর হাফিজ উল্যাহ, লক্ষ্মীপুর দারুল উলুম কামীল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মোহাম্মদ আবদুল্লাহ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ ও নাছির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, জেলা ছাত্র শিবিরের সভাপতি মনির হোসেন, শহর শিবির সভাপতি আরমান হোসেন পাটওয়ারীও সেক্রেটারি ফরিদ উদ্দিনসহ জেলা-উপজেলা ও পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতারা।
 

লিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়