ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

শপথ নিলেন তিন উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:১০, ১০ নভেম্বর ২০২৪
শপথ নিলেন তিন উপদেষ্টা

সেখ বশির উদ্দিন, মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তিন মাসের মাথায় বাড়লো উপদেষ্টা পরিষদের আকার। নতুন তিনজন আজ শপথ নিয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তারা। নতুনদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

নতুন উপদেষ্টারা হলেন- দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সেখ আকিজ উদ্দিনের সন্তান ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম।

আরো পড়ুন:

এদিন সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দরবার হলে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।কোরআন তেলাওয়াতের পর তিন উপদেষ্টাকে প্রথমে উপদেষ্টা পদের শপথ এবং পরে গোপনীয়তার শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

পরে উপদেষ্টা পদ এবং গোপনীয়তার শপথে সই করেন নতুন তিন উপদেষ্টা। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শেষ হয় শপথ অনুষ্ঠান।

এর আগে রোববার (১০ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে তিনজন যুক্ত হচ্ছেন।

তবে সকালে প্রশাসনে আলোচনা চলছি পাঁচজন শপথ নিতে পারেন। শেষ পর্যন্ত তিনজন শপথ নিয়েছেন। উপদেষ্টা পরিষদের সংখ্যা আরও বাড়তে পারে কিনা সে সম্পর্কে স্পষ্ট কোনো আভাস মেলেনি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এখন দাঁড়ালো ২৪ জনে।

শেখ বশির উদ্দিন
উপদেষ্টা হিসেবে নতুন শপথ নেওয়া শেখ বশির উদ্দিন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। শিল্পোদ্যোক্তা বাবা আকিজ গ্রুপের কর্ণধার সেখ আকিজ উদ্দিনের ‘দেখানো পথ ধরে’ ব্যবসায় আসেন তিনি। তার অধীনে আকিজ বশির গ্রুপ বর্তমানে ১৮টি অঙ্গপ্রতিষ্ঠান নিয়ে একটি বহুমুখী গ্রুপ পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে সিরামিকস, টেবিলওয়্যার, বাথওয়্যার, জুট, পার্টিকেল বোর্ড, ডোরস, প্যাকেজিং, গ্লাস কারখানা। শিল্প গ্রুপটি তিনটি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং ২৫টির বেশি দেশে পণ্য রপ্তানি করছে।

মোস্তফা সরয়ার ফারুকী
প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র ও টিভি নাটক নির্মাণের সঙ্গে যুক্ত মোস্তফা সরয়ার ফারুকী। ভালোবাসার গল্প ছড়িয়ে দিতে সবশেষ ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামী’ সিনেমা তৈরি করছেন তিনি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মত সেখানে অভিনয় করেছেন তিনি। তার বানানো চলচ্চিত্রগুলোর মধ্যে ‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ দর্শকপ্রিয় হয়।

মাহফুজ আলম
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মো. মাহফুজ আলম এবার সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী গণতান্ত্রিক ছাত্রশক্তির তাত্ত্বিক নেতা হিসেবে ক্যাম্পাসে পরিচিত। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে এবং সরকার পতন আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়