ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

৯ উপদেষ্টার দপ্তর বণ্টন-পুনর্বণ্টন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৭, ১০ নভেম্বর ২০২৪
৯ উপদেষ্টার দপ্তর বণ্টন-পুনর্বণ্টন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টা সেখ বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকীসহ ৯ উপদেষ্টার মন্ত্রণালয় বণ্টন-পুনর্বণ্টন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাতে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সই করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন তারা। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরো পড়ুন:

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নতুনদের মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল ড. সালেহ উদ্দিনের কাঁধে। আর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা পরিষদে নতুন যুক্ত হওয়া মাহফুজ আলমকে এখনো কোনো দপ্তর দেওয়া হয়নি।

এদিকে হাসান আরিফ পেয়েছেন ভূমি এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি এতদিন স্থানীয় সরকারের দায়িত্বে ছিলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়ার পাশাপাশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আগের নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি নতুন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দেওয়া হয়েছে।

উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে দেওয়া হয়েছে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। এতদিন তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন যুক্ত হওয়া উপদেষ্টারা হলেন বিশিষ্ট ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম, যিনি এতদিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালন করছিলেন।

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়