ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

ছোলা খেজুর ভোজ্য তেলসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০২, ১১ নভেম্বর ২০২৪
ছোলা খেজুর ভোজ্য তেলসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা

ফাইল ফটো

ছোলা, খেজুর, ভোজ্য তেল, চিনি, চাল, গম, পেঁয়াজ, ডাল, ডিম, মটর, মসলা আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এসব পণ্য ৯০ দিনের সরবরাহকারী বা ক্রেতার ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। 

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। 

আরো পড়ুন:

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র রমজান মাসে যৌক্তিক পর্যায়ে মূল্য বজায় রাখা এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সুষ্ঠু সরবরাহের লক্ষ্যে ছোলা, খেজুর, ভোজ্য তেল,চিনি, চাল, গম, পেঁয়াজ, ডাল, ডিম, মটর, মসলা আমদানিতে সরবরাহকারী বা ক্রেতার ক্রেডিট সুবিধা ৯০ দিন পর্যন্ত দেওয়া হবে।

এর আগে গত ৬ নভেম্বর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে ছাড় দেয় কেন্দ্রীয় ব্যাংক।পন্যগুলো আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

আগে এসব পণ্য আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষন করা হতো।  

যেসব পন্য আমদানিতে ছাড় দেওয়া হলো- বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, আগামী পবিত্র রমজান মাস উপলক্ষে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় পণ্যগুলোর আমদানি সহজ করতে এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা এবং খেজুর এর আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে সংরক্ষিতব্য নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

অভ্যন্তরীণ বাজারে আলোচ্য পণ্যগুলোর সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা/এনএফ/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়