ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

চালু হচ্ছে আগস্টে ক্ষতিগ্রস্ত ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৩৮, ১৩ নভেম্বর ২০২৪
চালু হচ্ছে আগস্টে ক্ষতিগ্রস্ত ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’

ফাইল ফটো

তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকায় যাতায়াতের একমাত্র আন্তঃনগর ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুটি রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ৪ আগস্ট ট্রেনটি বন্ধ হয়ে যায়।

আগামী ১৫ নভেম্বর ট্রেনটি পুনরায় চালুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ম্যানেজার (পাকশী) শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সরঞ্জামগুলো আংশিক মেরামত এবং প্রয়োজনীয় কিছু নতুন যন্ত্রাংশ যুক্ত করা হবে।

অন্যদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদে অবস্থিত ক্ষতিগ্রস্ত শহীদ এম মনসুর আলী স্টেশন প্রসঙ্গে তিনি বলেন, স্টেশনটির মেরামত শেষ করে ২০ নভেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুরে অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর পর থেকেই স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ-ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ সময়ের মধ্যে স্টেশন দুটি মেরামতসহ ট্রেনটি চালু করার দাবিতে সিরাজগঞ্জের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্বারকলিপি প্রদানসহ, সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়