ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আহতদের দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১৩ নভেম্বর ২০২৪  
আহতদের দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে স্বাস্থ্য উপদেষ্টা 

স্বাস্থ্য উপদেষ্টা বুধবার পঙ্গু হাসপাতালে গিয়ে আহত সবার সঙ্গে দেখা করেননি, এ অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ করেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা

হাসপাতালে চিকিৎসাধীন জুলাই-আগস্ট গণআন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। এ সময় দাবি আদায়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন আহত শিক্ষার্থীরা।

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য উপদেষ্টা নুজাহান বেগম পঙ্গু হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান। তারা কয়েকজনের সঙ্গে কথা বলে চলে যাওয়ার সময় আহত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া এবং আহতদের জন্য বরাদ্দকৃত অর্থ না পাওয়ার অভিযোগ করে তারা।

এ পরিস্থিতিতে ব্রিটিশ হাইকমিশনার ও স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতাল থেকে বাইরে চলে যান। পরে শিক্ষার্থীরা স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ও প্রটোকলে থাকা পুলিশ সদস্যদের আটকে দেন। গাড়ির ওপড় দাঁড়িয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। 

এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ও পুলিশ প্রটোকলের গাড়ি হাসপাতালের বাইরে বের করে দিলে আহত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়