ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি
ক্যাথরিন ওয়েস্ট
ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট আগামী সপ্তাহে দুই দিনের সফরে ঢাকায় আসছেন। এটি অন্তর্বর্তী সরকার গঠনের পর কোনো ব্রিটিশ কর্মকর্তার প্রথম সফর।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।
গত জুলাইয়ে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিও) অফিসে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটাই হবে ক্যাথরিন ওয়েস্টের প্রথম সফর।
ব্রিফিংয়ে তৌফিক হাসান জানিয়েছেন, আগামী ১৬ ও ১৭ নভেম্বর ঢাকায় অবস্থান করবেন ক্যাথরিন ওয়েস্ট। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অর্থনৈতিক, কৌশলগত ও অভিবাসন অংশীদারত্ব জোরদার করার মাধ্যমে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি করা ক্যাথরিন ওয়েস্টের এ সফরের অন্যতম লক্ষ্য।
ঢাকা/হাসান/রফিক