ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

কপ২৯-এ যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:০৬, ১৪ নভেম্বর ২০২৪
কপ২৯-এ যোগদান শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ-২৯) শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের নিয়ে রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।’’

আরো পড়ুন:

সম্মেলনে যোগ দিতে গত ১১ নভেম্বর তিনি বাকু যান।

কপ-২৯ সম্মেলনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করেন।

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়