ঢাকা     সোমবার   ১৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৪ ১৪৩১

‘বাতিল হওয়া অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য পুনঃআবেদন করা যাবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৮ নভেম্বর ২০২৪  
‘বাতিল হওয়া অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য পুনঃআবেদন করা যাবে’

ছবি: প্রতীকী

তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। এসব সাংবাদিক পুনঃআবেদন করতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন


তিনি বলেন, ‘‘সরকার এ পর্যন্ত ৫ হাজারের বেশি সাংবাদিককে প্রেস অ্যাক্রিডিটেশন দিয়েছি। এর মধ্যে ১৬৭ জনের কার্ড বাতিল করা হয়েছে। সে হিসেবে এটি খুব বড় সংখ্যা নয় বলে আমাদের মনে হচ্ছে। তাদের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের কিছু অভিযোগ ছিল। তবু তারা পুনরায় কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগ অবশ্যই বিষয়টি দেখবেন।’’

চলতি মাসে তিন দফায় মোট ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে পিআইডি। অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার অনুচ্ছেদ ৬.৯, ৬.১০, ৯.৫ ও ৯.৬ এর আলোকে এসব সাংবাদিক ও ব্যক্তিদের অনুকূলে তথ্য অধিদপ্তর থেকে এর আগে ইস্যু করা স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হলো।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়