পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে বসবে নির্বাচন সংস্কার কমিশন
নির্বাচন কমিশন ভবন
দেশের স্বনামধন্য পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবে নির্বাচন ব্যবস্থা সংস্কারবিষয়ক কমিশন।
আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) এই বৈঠকের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদারের পাঠানো এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে। ২৩টি দেশি পর্যবেক্ষক সংস্থার সভাপতি, প্রধান নির্বাহী ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকটি নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।
চিঠিতে ড. বদিউল আলম মজুমদার উল্লেখ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার থেকে অক্টোবর মাসের শুরুতে 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন' গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশসহ একটি প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে স্থানীয় পর্যবেক্ষক সংস্থার মতামত জানতে আগ্রহী। এই পরিপ্রেক্ষিতে, কমিশন আগামী ২১ নভেম্বর দুপুর আড়াইটায় স্থানীয় পর্যবেক্ষক সংস্থার সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে একটি মতবিনিময় সভা আয়োজন করেছে। ওই মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য বলা হয়।
সংস্কার কমিশন ইতিমধ্যে বিভিন্ন মহলের মতামত আহ্বান করেছে। নিবন্ধিত ৪৮টি দলের মধ্যে ২২টি দলের মতামতও চেয়েছে, তবে বাংলাদেশ আওয়ামী লীগসহ ২৬টি দলকে তারা চিঠি দেয়নি।
অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে যে ছয় কমিশন করেছে তাতে গত ৩ অক্টোবর বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন সংস্কার কমিশন গঠন করা হয়।
আগামী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এই কমিশনের।
ঢাকা/হাসান/ইভা