ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

ঢামেকের জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২২:২৮, ১৯ নভেম্বর ২০২৪  
ঢামেকের জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফুটপাত থেকে এক দিনের নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হাসপাতালের সামনে এক ঝাড়ুদার রিনা বেগম বলেন, ‘‘আমি রাস্তায় ঝাড়ু দিই। ঝাড়ু দেওয়ার সময় দেখতে পাই একটি কাপড়ের মধ্যে কিছু একটা প্যাঁচানো আছে। পরে দেখি ওই কাপড়ের মধ্যে একটি মেয়ে নবজাতককে কে বা কারা ফেলে গেছে। পরে আমি গিয়ে হাসপাতালে পুলিশ ক্যাম্পে খবর দিই।’’

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ জানান, আমি খবর পেয়ে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের পাশের ফুটপাথ থেকে অজ্ঞাত ওই মেয়ে নবজাতককে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। আনার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, ‘‘কে বা কারা একটি কাপড় দিয়ে পেঁচিয়ে ফুটপাতে ফেলে গেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি। মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।’’

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়