ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ঢাকায় মিখাইল লেরমন্তভের ২১০তম জন্মবার্ষিকী পালিত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৯, ২০ নভেম্বর ২০২৪  
ঢাকায় মিখাইল লেরমন্তভের ২১০তম জন্মবার্ষিকী পালিত

রুশ কবি মিখাইল ইউরিয়েভিচ লেরমন্তভের ২১০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ঢাকার রাশিয়ান হাউজ।

এ উপলক্ষে রাশিয়ান হাউজে মঙ্গলবার (১৯ নভেম্বর) একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাশিয়ান হাউজের পরিচালক পি দভইচেনকভ স্বাগত বক্তব্যে লেরমন্তভের সাহিত্যিক অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, লেরমন্তভ ছিলেন রাশিয়ার অন্যতম প্রভাবশালী কবি, যিনি তার দার্শনিক চিন্তা, সামাজিক থিম এবং ব্যক্তিগত অভিজ্ঞতাকে একত্রিত করে সাহিত্য জগতে অসামান্য প্রভাব ফেলেছেন। তার সৃষ্টিকর্ম ১৯ ও ২০ শতকের কবি-লেখকদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

আরো পড়ুন:

লারমন্টভ মাত্র ২৭ বছরের সংক্ষিপ্ত জীবনে ৪০০টিরও বেশি কবিতা, গল্প ও উপন্যাস রচনা করেন। তাঁর লেখাগুলোতে প্রেম, বন্ধুত্ব, প্রকৃতি, জীবনের অর্থ এবং অতীত ও ভবিষ্যতের ভাবনা ফুটে ওঠে। এমন গভীর মানবিক অনুভূতি ও চিরন্তন মূল্যবোধকে তুলে ধরার জন্য তিনি সর্বদা প্রাসঙ্গিক থাকবেন।

অনুষ্ঠানে লেরমন্তভের রচনাগুলো থেকে পাঠ ও তার কবিতায় অনুপ্রাণিত সঙ্গীত পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল খাচাতুরিয়ানের নাটক ‘মাস্কারেড’ থেকে ‘ওয়াল্টজ,’ ‘কোসাক লুলাবি,’ এবং ভারলামোভের ‘মাউন্টেন পিকস’।

অনুষ্ঠানের অংশ হিসেবে ম্যাক্সিম বেসপাল পরিচালিত একটি জীবনীমূলক প্রামাণ্যচিত্র ও ফিচার ফিল্ম ‘লারমন্টভ’ প্রদর্শিত হয়। এতে কবির জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য তার বিখ্যাত কবিতা ছিল- ‘পিতা ও পুত্রের ভয়াবহ পরিণতি,’ ‘প্রার্থনা,’ ‘মাতৃভূমি,’ এবং ‘কবির মৃত্যু।’

এই আয়োজনের মাধ্যমে লেরমন্তভের জীবনী ও সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়, যা বিভিন্ন সংস্কৃতি এবং মানুষের জীবনধারার গভীর বিষয়বস্তুর প্রতি তার অবদানকে স্মরণ করিয়ে দেয়।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়