ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ১০:৫৬, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:৫৯, ২১ নভেম্বর ২০২৪
টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. সজীব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সজীব ডেমরার সারুলিয়ার শুকুরশী এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে। তিনি গুলিস্তানে স্টেডিয়াম এলাকায় একটি দোকানে চাকরি করতেন বলে জানিয়েছেন স্বজনেরা।

সজীবকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোজাহিদ বলেন, “সজিব স্টেডিয়াম মার্কেটে খেলাধুলাসামগ্রী বিক্রয় কেন্দ্রে চাকরি করতেন। রাতে আমরা তিন বন্ধু এক বিয়ের অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে টিএসসির মোড়ে আসা মাত্র মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে সজীব মাথায় গুরুতর আঘাত পায়। পরে আমরা আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।”

ঢাকা/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়