ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ব্যয় ২৯৭ কোটি ১৬ লাখ টাকা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২১ নভেম্বর ২০২৪  
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্প, ব্যয় ২৯৭ কোটি ১৬ লাখ টাকা

দেশের বেকার যুবশ্রেণির জন্য কর্মসংস্থান সৃষ্টিতে তাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।

এরই অংশ হিসেবে ‘দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় ২৮ হাজার ৮০০ জন যুবক ও নারীকে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ফার্ম নিয়োগ দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। প্রকল্পে ব্যয় হবে ২৯৭ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সভা সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় ২৮ হাজার ৮০০ জন যুবক ও যুব নারীকে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ফার্ম নিয়োগের লক্ষ্যে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বান করা হলে ২০টি প্রতিষ্ঠান প্রস্তাব দাখিল করে। তাদের মধ্যে ৪টি প্রতিষ্ঠানকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়। ৪টি প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব দাখিলের চিঠি দেওয়া হলে হলে ৪টি প্রতিষ্ঠানই প্রস্তাব দাখিল করে। ৪টি দরপ্রস্তাবই কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত রেসপনসিভ সর্বোচ্চ স্কোর অর্জনকারী দরদাতা প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ২৯৭ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

ঢাকা/হাসনাত/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়