সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ে সরাসরি নিয়োগ পেল চায়না কোম্পানি
জিটুজি ভিত্তিতে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং এর অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স কন্ট্রাকটর হিসেবে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় নিয়োগে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
বৃহস্পাতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, আমদানিতব্য জ্বালানি তেল খালাস কার্যক্রম দ্রুত, সহজ ও সাশ্রয়ী করার জন্য ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ প্রকল্পটি ৮ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে। পেট্রোলিয়াম তেল পরিবহনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ এ ধরনের প্রকল্প বাংলাদেশে এটিই প্রথম। বিপিসি বা এর অঙ্গ প্রতিষ্ঠানে এ ধরনের পাইপলাইন রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন জনবল ও প্রযুক্তি নেই।
এসপিএম এর কমার্শিয়াল অপারেশন দ্রুত শুরু করার জন্য এ প্রকল্পের ইপিসি ঠিকাদার চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোমম্পানি লিমিটেডকে জিটুজি ভিত্তিতে অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স কন্ট্রাকটর হিসেবে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় নিয়োগের নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
এ প্রকল্পের আওতায় মহেশখালীতে একটি স্বয়ংসম্পূর্ণ ট্যাংক ফার্ম ও মহেশখালীর পশ্চিমে গভীর সমুদ্রে ১টি ভাসমান জেটি এবং ১১০ কিলোমিটার দৈর্ঘ্যের ২টি সমান্তরাল পাইপলাইন (২২০ কিলোমিটার) স্থাপন করা হয়েছে। বিদ্যমান লাইটারেজ অপারেশনের পরিবর্তে পাইপলাইনে তেল পরিবহনের ফলে পরিবহন খরচ ও সময় এক তৃতীয়াংশ কম হবে।
ঢাকা/হাসনাত/সাইফ