ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

দেশের সংস্কৃতি চর্চার মূলে থাকবে বহুজন, বহু ভাষা: উপদেষ্টা ফারুকী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৫, ২১ নভেম্বর ২০২৪
দেশের সংস্কৃতি চর্চার মূলে থাকবে বহুজন, বহু ভাষা: উপদেষ্টা ফারুকী

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘‘স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়ন হয়নি বলেই ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে।  একাত্তরের চেতনাকে নবায়ন করেছে ২৪-এর গণঅভ্যুত্থান। আগে ইসলামী সবকিছু সংস্কৃতি চর্চা থেকে বাদ দেওয়া হয়েছিল। দেশের সংস্কৃতি চর্চার মূলে থাকবে বহুজন, বহু ভাষা।’’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অগ্রাধিকার কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশে বিভিন্ন অগ্রাধিকার কার্যক্রম হাতে নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। দেশের সকল বিভাগে ভিজ্যুয়াল কনটেন্ট তৈরির কর্মশালা আয়োজন করা হবে। নজরুলের গান নিয়ে জনপ্রিয় শিল্পীদের মাধ্যমে অ্যালবাম তৈরি, দেশজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি, বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা আয়োজনসহ বিভিন্ন কর্মকাণ্ড আয়োজন করা হবে।’’

আরো পড়ুন:

উপদেষ্টা বলেন, ‘‘রিমেম্বারিং মুনসুন রিভোলিউশন, তারুণ্যের উৎসব, দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি, ডিজিটাল ওরাল হিস্ট্রি প্রকল্প, বাংলা একাডেমির সৃজনশীল লেখালেখি কর্মশালা ও গবেষণা প্রকল্প, জাতীয় জাদুঘরের আধুনিক ভিডিও পক্ষেপণ ব্যবস্থা স্থাপন এবং শো-ক্রিয়েটর ওয়ার্কশপ, এই শার্টটি অগ্রাধিকার কর্মসূচি নেওয়া হয়েছে।’’

তিনি বলেন, ‘‘দেশব্যাপী শিশু, কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীদের মধ্যে নতুন সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে আমরা একটি দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি আয়োজন করতে চাই।’’

 

ঢাকা/আসাদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়