ডিসেম্বরে ভারতের সঙ্গে এফওসি বৈঠক, এজেন্ডা এখনো চূড়ান্ত নয়
সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক হবে। তবে, এখনো এ বৈঠকের এজেন্ডা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
এফওসি বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির নেতৃত্বে ঢাকা সফরে আসছে ভারতীয় প্রতিনিধিদল।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, ‘‘আমি বিশ্বাস করি, আমরা (ঢাকা-দিল্লি) স্বাভাবিক সম্পর্কের দিকে অগ্রসর হচ্ছি এবং এফওসি হবে সেদিকে এগোনোর প্রথম পদক্ষেপ।’’
তিনি আশা ব্যক্ত করেছিলেন, ঢাকা ও নয়াদিল্লি সম্পূর্ণ স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারে বাস্তবসম্মতভাবেই এগিয়ে যেতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ‘‘ডিসেম্বরের মাঝামাঝি বাংলাদেশ-ভারত এফওসি হবে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। এফওসি গত বছর ভারতে হয়েছিল, এবার ঢাকায় হবে। দ্বিপাক্ষিক সকল বিষয় নিয়েই আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে, সুনির্দিষ্টভাবে এজেন্ডা নিয়ে এখনই বলা যাচ্ছে না।’’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এফওসি দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার জন্যই হয় এবং দুই দেশের আগ্রহেই হয়। এবার কোনো একটি দেশের আগ্রহে হচ্ছে, তা বলা যাবে না।’’
এফওসিতে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বাংলাদেশ আলোচনা করবে কি না, জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ‘‘বিষয়টি এখনো কোনো মন্ত্রণালয় বা বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। এসওসি বৈঠকের আরো সময় বাকি আছে। এখনই চূড়ান্ত কোনো বিষয় জানানো যাচ্ছে না।’’
ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বিষয়টি বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনে এবং দেশটিকে জানিয়েছি। আমরা জানিয়েছি, এটি কোনোভাবেই কাম্য নয়।’’
ভারতের ভিসা চালুর বিষয়ে তৌফিক হাসান বলেন, ‘‘বর্তমানে তারা মেডিক্যাল এবং স্টুডেন্ট ভিসা ইস্যু করছে। আমরা আগেও বলেছি, ভিসা চালুর বিষয়ে আলাপ হয়েছে।’’
ব্রিফিংয়ে তিনি জানান, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক পরিকল্পনা করতে সব অংশীজনের সমন্বয়ে ২০২৫ সালে একটি উচ্চ পর্যায়ের কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের রেজ্যুলেশনে।
তৌফিক হাসান বলেন, ‘‘আগামী বছরের শুরুর দিকে জাতিসংঘের উদ্যোগে নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলন হবে।’’
তিনি আরও বলেন, ‘‘বর্তমানে বিভিন্ন ইস্যুতে অনেক ঘটনা চলছে। কিন্তু, আন্তর্জাতিক দৃষ্টি থেকে রোহিঙ্গা ইস্যু থেকে যেন হারিয়ে হারিয়ে না যায়, এজন্য আমরা তৎপরতা অব্যাহত রেখেছি।’’
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে কোনো দেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পায়নি বলেও জানান তৌফিক হাসান।
মিডিয়া ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘গত ১৬ ও ১৭ নভেম্বর যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বাংলাদেশ সফর করেছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের সরকারি উচ্চ পর্যায়ের এটিই প্রথম সফর। সফরকালে ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশ সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপগুলোতে যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এছাড়া, যুক্তরাজ্যের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষতার পারস্পরিক স্বীকৃতির ব্যবস্থা গ্রহণে বাংলাদেশের পক্ষ থেকে যুক্তরাজ্যকে আহ্বান জানানো হয়। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ-সম্পদ পুনরুদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হলে ক্যাথরিন ওয়েস্ট এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।’’
লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘‘যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা এবং কক্সবাজারের স্থানীয় ও দুর্যোগবণ জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে ১০.৩ মিলিয়ন পাউন্ড অনুদানের ঘোষণা করা হয়েছে।’’
ঢাকা/হাসান/রফিক