সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করবে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’
জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্যরা
দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়ণের দাবিতে আগামী ২৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন সংগঠনটির সদস্য মো. মাহবুবুল আলম চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেছেন, ‘‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের জন্য চার বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর দুর্নীতিবিরোধী বিশেষ আইনের খসড়া জমা দিয়েছি। তারই ধারাবাহিকতায় আগামী ২৫ নভেম্বর সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করব।’’
মাহবুবুল আলম বলেন, ‘‘এখনও আমরা সমাবেশ করার জন্য ডিএমপি থেকে অনুমতি পাইনি। আশা করি, আজ-কালের মধ্যেই অনুমতি পাবো।’’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সদস্য নাঈম চৌধুরী, খোন্দকার জসিম উদ্দিন, মো. বেলাল হোসেন, মেহেদী হাসান, কামাল হোসেন আজাদ প্রমুখ।
ঢাকা/মামুন/রফিক