ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

জুরাইন রেলক্রসিং: চলে গেছেন রিকশাচালকেরা, ট্রেন চলাচল স্বাভাবিক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪১, ২২ নভেম্বর ২০২৪
জুরাইন রেলক্রসিং: চলে গেছেন রিকশাচালকেরা, ট্রেন চলাচল স্বাভাবিক

জুরাইন রেলক্রসিং থেকে সরে গেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা

রাজধানীর জুরাইন রেলক্রসিং থেকে সরে গেছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। সরে যাওয়ার পর শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে সকাল ১১টার দিকে সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন রিকশাচালকেরা। এ তথ্য জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘‘বিকেল ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে।’’

আরো পড়ুন:

গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধি-নিষেধ আরোপ করার নির্দেশ দেন। ওই দিন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম নামের এক ছাত্রী নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এর আগে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে পারেনি।

পুলিশ সূত্র বলছে, আজ সকাল ১১টার দিকে দুই শতাধিক রিকশাচালক জুরাইন রেলক্রসিং অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা রেললাইনের প্রতিবন্ধক নামিয়ে দেন। এতে আশপাশের সড়কগুলোয় যানজটের সৃষ্টি হয়। দুপুর ১টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে সরে যাওয়ার অনুরোধ করেন। তবে রিকশাচালকেরা রেললাইনে বিক্ষোভ করতে থাকেন। এ সময় রিকশাচালক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়।

রিকশাচালকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করলে সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে চালকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়