ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:১৯, ২৩ নভেম্বর ২০২৪
নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, স্থানীয় সরকারের সব কটি নির্বাচন একই দিনে করা, রাষ্ট্রপতি নির্বাচনসহ সব নির্বাচন সরাসরি ভোটে করাসহ বিভিন্ন পরামর্শ ওঠে এসেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের মতবিনিময় সভায়। 

শনিবার (২৩ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেসরকারি টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। সেখানে এসব প্রস্তাব ওঠে আসে।

নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে প্রস্তাব তৈরির কাজ করছে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তারা অংশীজনদের সঙ্গে মতবিনিময় করছে। পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। ৩১ ডিসেম্বরের মধ্যে কমিশনের সংস্কার প্রস্তাব তৈরি করার কথা রয়েছে। এখন পর্যন্ত সংস্কার কমিশন কোনো প্রস্তাব বা সুপারিশ তৈরি করেনি।

আরো পড়ুন:

মতবিনিময় সভা শেষে বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, ‘‘আজকের মতবিনিময় সভায় কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। এর মধ্যে আছে রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি ভোটে করা, শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, সব নির্বাচনই প্রত্যক্ষ ভোটে করা, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করা, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ করা, নির্বাচনে প্রযুক্তির ব্যবহার, হলফনামার তথ্য যাচাই–বাছাইয়ের ব্যবস্থা করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন কেউ নির্বাচিত না হন, সে ব্যবস্থা করা।’’

বদিউল আলম মজুমদার বলেন, ‘‘সংস্কার কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তারা পর্যালোচনা করছে। সবার মতামত নেওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘‘মতবিনিময়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করার প্রস্তাব এসেছে। এতে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, তাদের একটি পরীক্ষা হবে।’’

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন হয় পাঁচটি স্তরে-ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন আর জেলা পরিষদ। তিনি মনে করেন, এই নির্বাচনগুলো আগে হয়ে গেলে সংস্কার ঝুলে যেতে পারে। এখন স্থানীয় সরকারগুলো আলাদা আলাদা আইনে পরিচালিত হয়। কোনো সমন্বিত কোনো ব্যবস্থা নেই। স্থানীয় সরকারের নির্বাচনগুলো সব একই দিনে হওয়া উচিত এবং এ জন্য একটি সমন্বিত আইন হওয়া উচিত।

ঢাকা/হাসান/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়