ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

আকবর হোসেন লন্ডন হাইকমিশনে, ফয়সাল মাহমুদ দিল্লিতে নতুন প্রেস মিনিস্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৮:১৫, ২৪ নভেম্বর ২০২৪
আকবর হোসেন লন্ডন হাইকমিশনে, ফয়সাল মাহমুদ দিল্লিতে নতুন প্রেস মিনিস্টার

যুক্তরাজ্যের লন্ডন ও ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে লন্ডনে এবং সাংবাদিক ফয়সাল মাহমুদকে নয়াদিল্লিতে নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। আগামী দুই বছরের জন্য তাদের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

লন্ডনের জন্য নিয়োগ পাওয়া সাংবাদিক আকবর হোসেন বিবিসি বাংলার ঢাকা অফিসের জ্যেষ্ঠ সাংবাদিক। আর নয়াদিল্লিতে নিয়োগ পাওয়া ফয়সাল মাহমুদ ফ্রিল্যান্স সাংবাদিক।

এর আগে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ছিলেন আশিকুন নবী চৌধুরী। নয়াদিল্লিতে প্রেস মিনিস্টার ছিলেন শাবান মাহমুদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়