ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশে বরখাস্তের খবরটি ভুয়া: কমিশনপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ২৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৭, ২৪ নভেম্বর ২০২৪
গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশে বরখাস্তের খবরটি ভুয়া: কমিশনপ্রধান

গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করেনি।

গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বিষয়টি জানিয়েছেন। এমন কোনো সুপারিশ কমিটি থেকে করা হয়নি বলে জানান তিনি।

বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে।

কমিশনপ্রধান বলেন, ‘‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে- তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর।’’

তিনি বলেন, ‘‘আমরা আশা করি টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে।’’

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গুমের ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠন করেছে। সেই কমিশনে প্রায় সাড়ে ৩ হাজার অভিযোগ জমা হয়েছে।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়