ডিএমপির সঙ্গে বৈঠকে বসছেন ব্যাটারিচালিত রিকশাচলকরা
ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা, অটো চলাচল অব্যাহত রাখার দাবিতে গত পাঁচ দিন বিক্ষোভ করেন চালকরা
ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার ছাড়াও বিআরটিএ থেকে লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠকে বসছেন চালকরা।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বৈঠক হওয়ার কথা রয়েছে। অন্যদিকে দুই মাসের মধ্যে বিআরটিএ লাইসেন্স না দিলে আগামী ৪ ফেব্রুয়ারি শহিদ মিনারে গণজমায়েতের ঘোষণা দিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।
রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ শুরু করে ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর আগে সেখানে গণঅবস্থান কর্মসূচি পালন করে তারা। হাইকোর্টের আদেশ প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।
গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন উচ্চ আদালত।
প্যাডেল চালিত রিকশা সমিতি করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। এর পরদিন থেকেই ঢাকার সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটো চলাচল অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ করেন রিকশাচালকরা।
এদিকে, রোববার (২৪ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘'সরকার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করার। আমরা আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া যাবে।'’
ঢাকা/মাকসুদ/ইভা