ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

‘রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ, কমবে উন্নয়ন ব্যয়’

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৫ নভেম্বর ২০২৪  
‘রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প বাদ, কমবে উন্নয়ন ব্যয়’

এবার রাজনৈতিক উদ্দেশ্য নেওয়া প্রকল্প বাদ দেওয়া হবে। এই জন্য উন্নয়ন বাজেট সামনে কমবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (২৫ নভেম্বর) শেরেবাংলা নগরে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘‘আমাদের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ধীরগতিতে হচ্ছে। এজন্য এবার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নও অনেক কম হয়েছে। কারণ এই উন্নয়ন বাজেট গত সরকারের করা ছিল। বর্তমানে উন্নয়ন বাজেট থেকে অনেক প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। আবার গত সরকারের সঙ্গে অনেক প্রকল্প পরিচালকও চলে গেছেন। এসব জায়গায় নতুন নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দিতে হচ্ছে।’’

তিনি বলেন, ‘‘আগের সরকার রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প হাতে নিয়েছিল, সেগুলো বাদ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় নেওয়া সব প্রকল্পই বাদ যাবে। যেহেতু আমরা রাজনৈতিক কোনো ব্যক্তি নই, সেহেতু আমাদের নিজস্ব কোনো প্রকল্পও নেই। আমরা সামগ্রিকভাবে দেশের কল্যাণে প্রকল্প নেব।’’

অনেক প্রকল্প পরিচালক পদত্যাগ করেছেন জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসি যেমন পদত্যাগ করেছেন, তেমন অনেক পিডিও (প্রকল্প পরিচালক) পদত্যাগ করেছেন। মাতারবাড়ি পিডি জিনিসপত্র বিক্রি করে চলে গেছে। মন্ত্রণালয় এখনও সুস্থির পর্যায়ে পৌঁছায়নি। প্রকল্প কমে যাচ্ছে, নতুন প্রকল্প নিতে চিন্তা-ভাবনা করতে হচ্ছে। অপচয় রোধ করতে গিয়ে দেখা যাচ্ছে ব্যয় ধীর হচ্ছে।’’

তিনি বলেন, ‘‘এখন নীতিগত সিদ্ধান্ত হচ্ছে অনুমোদিত প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা। আগে মন্ত্রী ও এমপি প্রকল্প নিতেন। কিন্তু উপদেষ্টার এলাকা কম। আমরা সবাই মিলে চিন্তা করেছি, নতুন ধারার প্রকল্প নেব শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন করার জন্য। দ্রুত সময়ে কিছু নতুন ধরনের প্রকল্প তৈরি করতে পারি কি না দেখবো।’’

ঢাকা/হাসনাত/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়