ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

সচিব ও গ্রেড-১ পদে দুই কর্মকর্তার পদোন্নতি, অতঃপর অবস‌র

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩০, ২৫ নভেম্বর ২০২৪  
সচিব ও গ্রেড-১ পদে দুই কর্মকর্তার পদোন্নতি, অতঃপর অবস‌র

সচিব ও গ্রেড-১ পদে দুই অতি‌রিক্ত স‌চিব‌কে পদোন্নতি দেওয়া হ‌য়ে‌ছে। পদোন্ন‌তি পাওয়া দুজনই চ‌লে যাচ্ছেন অবস‌রে।

সোমবার (২৫ নভেম্বর) এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য মোহাম্মদ ফারুক আলমকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদোন্নতির পর তাকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

তাছাড়া খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান হোছাইনীকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

তাকেও পদোন্নতি দেওয়ার পর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়