চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, ইনসেটে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন জেলায় প্রতিবাদ জানিয়েছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করেন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নারায়ণগঞ্জ
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। এসময় তারা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তার মুক্তির দাবি জানান।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে এ বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। এসময় বক্তারা, দ্রুত চিন্ময় কৃষ্ণ দাশকে মুক্তি দিন। না হলে আরও কঠোর আন্দোলন করা হবে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শহরে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কুড়িগ্রাম
সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে কুড়িগ্রামেও মিছিল করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট। সোমবার (২৫ নভেম্বর) রাতে প্রতিবাদ মিছিলটি পৌর শহরের কালিবাড়ি থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
এসময় মিছিলে ‘জেগেছে রে জেগেছে হিন্দুরা জেগেছে, কথায় কথায় বাংলা ছাড় চলবে না চলবে না, মুক্তি চাই মুক্তি চাই, চিন্ময় কৃষ্ণের মুক্তি চাই স্লোগানে শতাধিক ইসকন সমর্থিতরা বিক্ষোভ মিছিল করেন।
মিছিল শেষে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট কুড়িগ্রাম শাখার প্রধান সমন্বয়ক রাজীব সরকার অপু বলেন, আমাদের সংগঠনের প্রধান নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে ডিবি পুলিশ আটক করেছে। দ্রুত আমাদের নেতাকে মুক্তি না দিলে আগামীতে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক আমাদের কর্মসূচি পালন করবো।
রাঙামাটি
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সনাতনীরা। সোমবার (২৫ নভেম্বর) রাতে শহরের পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রাণকেন্দ্র বর্ণরূপ হয়ে আবার পৌরসভা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষে বক্তব্য রাখেন অজিত শীল, ইসকন রাঙামাটির পরিচালক প্রদ্রউম্ন কুমার দাস।
বক্তারা বলেন, বাংলাদেশের সনাতনীদের অন্যতম নেতা এবং একজন ধর্মীয় গুরুকে বিমানবন্দর থেকে ডিবি যেভাবে গ্রেপ্তার করেছে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমাদের এই প্রতিবাদ মিছিলে পুলিশ ন্যক্কারজনক হস্তক্ষেপ করেছে, যা স্বাধীন মত প্রকাশের পরিপন্থী।
বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেয়া না হলে সারাদেশের ন্যায় রাঙামাটির সনাতনীরা রাজপথে নেমে আসবে এবং মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা দেন বক্তারা।
চট্টগ্রাম
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করছে সম্মিলিত সনাতন জাগরণ জোট। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা থেকে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে এ বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
চেরাগী মোড়ে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। এর আগে সম্মিলিত সনাতন জাগরণ জোট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সারাদেশে জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশের আহ্বান জানায়।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, “চেরাগী পাহাড় মোড়ে সনাতন ধর্মাবলম্বীরা জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিলো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।”
কক্সবাজার
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে কক্সবাজারেও বিক্ষোভ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শহরের প্রধান ও শহীদ মিনার সড়ক হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে অবস্থান নেয় তারা। এসময় মশাল ও প্ল্যাকার্ড হাতে নানান স্লোগান দেন তারা। পরে রাত ৮টা ৪০ মিনিটের দিকে মোড়ে সেনাবাহিনী এসে তাদের শান্ত করেন। এসময় তারা মিছিল নিয়ে গোলদিঘীর পাড়ের দিকে চলে যায়।
গোলদিঘীরপাড় এলাকার বাসিন্দা বিক্ষুব্ধ রানী দাশ বলেন, “সনাতনী ধর্মের লোকজনের অধিকার আদায়ের পক্ষে কথা বলা ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করায় আমরা প্রতিবাদ জানাতে এসেছি। তার অবিলম্বে মুক্তি চাই।”
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কক্সবাজারের সংগঠক বুলবুল তালুকদার বলেন, “ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করায় কক্সবাজারের হরিজনপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে হিন্দুরা মশাল হাতে মিছিল করেন। একই সঙ্গে ৮ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তি না হওয়া পর্যন্ত বিক্ষুদ্ধ তারা প্রতিবাদ ও আন্দোলন চালিয়ে যাবেন।”
এর আগে, গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে জনসভার পর ৩০ অক্টোবর রাতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়।
সাতক্ষীরা
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলার আহ্বায়ক অমিত ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সাধারণ সম্পাদক বাসুদেব সিৎহ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মিলন রায়, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি সুজন বিশ্বাস, সাধারণ সম্পাদক উৎপল পালসহ আরও অনেকে।
ঝালকাঠি:
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন হিন্দুরা। এসময় তারা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবি জানান। তারা নানা স্লোগান দিতে শোনা যায়। অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সে জন্য পুলিশ সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে।
এসময় বক্তব্য দেন- হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি মানিক আচার্য্য, বাউল শিল্পী শুভদাস প্রমুখ।
চাঁদপুর:
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ঝালকাঠিতে মঙ্গলবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা বলেন, “চিন্ময় প্রভুকে হয়রানি মামলায় অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। চিন্ময় প্রভুকে মুক্তি দেওয়া না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”
রাজশাহী:
বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নগরের ৩০টি ওয়ার্ড থেকে সনাতন ধর্মাবলাম্বীরা অংশ নেন।
‘বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোট, রাজশাহীর’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে যোগ দিতে বেলা ৩টা থেকেই নগরের আলুপট্টি মোড়ে সমবেত হতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকেল ৪টার দিকে আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরের সাহেববাজার ঘুরে মিছিলটি একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। অপ্রীতিকর পরিস্থিতিতে এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় ছিল।
কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কার্তিক চন্দ্র হালদার। তিনি বলেন, ‘আমরা এই দেশে উড়ে এসে জুড়ে বসিনি। কিন্তু আমাদের সঙ্গে এমন আচরণ করা হয় যেন আমরা উড়ে এসেছি। এই অবস্থা চলতে পারে না। তাই সংখ্যালঘুদের নিপীড়ন বন্ধে আইন করা দরকার। আমরা হিন্দু কল্যাণ ফাউন্ডেশন চাই।’
ঢাকা/অনিক/বাদশাহ্/শংকর/রেজাউল/তারেকুর/শাহীন/অলোক/অমরেশ/কেয়া/ইমন