ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চিন্ময় দাস গ্রেপ্তারে ভারতের উদ্বেগ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:০৯, ২৬ নভেম্বর ২০২৪
চিন্ময় দাস গ্রেপ্তারে ভারতের উদ্বেগ

চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন আবেদন নাকচের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করেছি। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠী দ্বারা হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার পরে এই ঘটনা ঘটেছে।

বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দিরের অপবিত্রতার একাধিক ঘটনা ঘটেছে।

আমরা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়টিও উদ্বেগের সাথে নোট করছি।

আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকে হিন্দুসহ সকল সংখ্যালঘুর শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারসহ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাই।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়