প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ
পতিত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দিতে হবে
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ‘‘তিতাস গ্যাসের কর্মকর্তাদের অবহেলা, দুর্নীতি ও অবৈধ লাইন বাণিজ্যের বলি হয়ে অনেক মানুষ মৃত্যুর পথে। এর আগেও নারায়ণগঞ্জসহ বিভিন্ন অঞ্চলে লাইন বিস্ফোরণে অনেক মানুষ নিহত হয়েছেন। এর দায় কে নেবে? দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’’
মঙ্গলবার জাতীয় বার্ন ইউনিটে আহতদের চিকিৎসার খোঁজ নিতে এসে এসব কথা বলেন তিনি।
প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী শ্রমিক আন্দোলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, ঢাকা মহানগর পশ্চিম শ্রমিক নেতা আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, আলহাজ্ব আলাউদ্দিন, মুহাম্মাদ ওমর ফারুক, আল-আমিন সিদ্দিকী।
গত রোববার ভোর সাড়ে ৫টার দিকে মিরপুরের ১১ নম্বর সেকশনের সি-ব্লকের এক বাসায় তিতাস গ্যাসের অবৈধ লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে বিস্ফোরণ হলে গুরুতর আহত হন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পল্লবী থানা সেক্রেটারি খলিলুর রহমানের স্ত্রী ও তিন সন্তান। তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। এ সময় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা।
ঢাকা/নঈমুদ্দীন/তারা