ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভর্তুকি মূল্যে বেচতে বড় অঙ্কের তেল-ডাল-চিনি কিনছে সরকার

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ২৭ নভেম্বর ২০২৪  
ভর্তুকি মূল্যে বেচতে বড় অঙ্কের তেল-ডাল-চিনি কিনছে সরকার

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ৫১৯ কোটি ১৯ লাখ টাকা দিয়ে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি কিনবে সরকার।

এর মধ্যে ৯১ কোটি ৩০ লাখ টাকা দিয়ে সয়াবিন তেল, ২৩২ কোটি ৭০ লাখ টাকা দিয়ে চিনি এবং ১৯৫ কোটি ১৯ লাখ টাকা দিয়ে মসুর ডাল কেনা হবে।

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

বুধবার (২৭) নভেম্বর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। 

বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে এই তেল কেনা হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা দিয়ে। প্রতি লিটার সয়াবিন তেলের ক্রয় মূল্য ধরা হয়েছে ১৬৬ টাকা।

টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মাত্র ১টি দরপ্রস্তাব জমা পড়ে। দরপ্রস্তাবটি আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সকল প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশের ভিত্তিতে রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান থেকে এই সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৫ সালে পবিত্র রমজান মাসে টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিনি কেনার দুটি পৃথক প্রস্তাব নিয়ে আসা হয়। দুটি প্রস্তাবেই অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

এর মধ্যে একটি প্রস্তাবের প্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এত ব্যয় হবে ১১৬ কোটি ৮৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির ক্রয় মূল্য ধরা হয়েছে ১১৬ টাকা ৮৫ পয়সা।

বৈঠক সূত্রে জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে দুটি দরপ্রস্তাব জমা পড়ে। 
দুটি দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপ্রস্তাবের সকল প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে এই চিনি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিনি কেনার আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মেঘানা সুগার রিফাইনারি লিমিটেড থেকে আরও ১০ হাজার মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই চিনি কিনতে ব্যয় হবে ১১৫ কোটি ৮৫ লাখ টাকা। এই চিনিও ২০২৫ সালে পবিত্র রমজান মাস বিক্রি করা হবে।

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৪-২০২৫ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড থেকে ৯৭ কোটি ৯৭ লাখ টাকা দিয়ে এই মসুর ডাল কেনা হবে। প্রতি কেজি মসুর ডালের মূল্য ধরা হয়েছে ৯৭ টাকা ৯৭ পয়সা।

সূত্রটি জানিয়েছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপ্রস্তাব জমা পড়ে। ৪টি দরপ্রস্তাবই কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।

দরপ্রস্তাবের সকল প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান নাবিল নবা ফুডস লিমিটেড থেকে এই মসুর ডাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে সভায় নির্ধারিত এজেন্ডার বাহিরে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব দেয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি সেই প্রস্তাবও অনুমোদন দিয়েছে। নাবিল নবা ফুডস থেকে এই মসুর ডাল কেনা হবে ৯৭ টাকা ২২ পয়সা কেজি দরে। এতে মোট ব্যয় হবে ৯৭ কোটি ২২ লাখ টাকা।

ঢাকা/হাসনাত/হাসান/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়