ঢাকা     বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৩ ১৪৩১

সংস্কার কমিশনের প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানি নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৬:২৩, ২৭ নভেম্বর ২০২৪
সংস্কার কমিশনের প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানি নির্ধারণ

পাঁচটি সংস্কার কমিশনের প্রধানদের পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা এবং সদস্যদের সম্মানি নির্ধারণ করেছে সরকার।

মঙ্গলবার (২৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গত ১৮ নভেম্বর গঠিত নারীবিষয়ক সংস্থার কমিশন, শ্রম সংস্থার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা সরকারি চাকরিতে নিয়োজিত নন, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ১০ হাজার টাকা সম্মানি পাবেন। যারা সরকারি চাকরিতে নিয়োজিত, তারা কমিশনের প্রত্যেক সভায় অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা সম্মানি পাবেন।

কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়