ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

হিলিতে ভারত থেকে এলো পেঁয়াজ ও আলু

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২৭ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:২১, ২৭ নভেম্বর ২০২৪
হিলিতে ভারত থেকে এলো পেঁয়াজ ও আলু

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ ও আলু আমদানি স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে এই বন্দরে ৬১টি ট্রাকে ১৭০৯ মেট্রিক টন আলু ও ৪১টি ট্রাকে ১১৮৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য জানান।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) স্লট বুকিং বন্ধ থাকায় দুপুর ১২টার পর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। 

আরো পড়ুন:

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, “ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। গতকাল রাতে সমস্যা সমাধান হলে আজ বুধবার সকাল থেকে আবারো পেঁয়াজ ও আলু আমদানি শুরু হয়ে।”

হিলি কাস্টমেসর তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫টি ট্রাকে ২২০০ মেট্রিকটন চাল, ১৬৬টি ট্রাকে ৪৭০০ মেট্রিক টন আলু এবং ৪৫টি ট্রাকে ১৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।  

ঢাকা/মোসলেম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়