ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবসে শিল্প প্রদর্শনী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২৯ নভেম্বর ২০২৪  
ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবসে শিল্প প্রদর্শনী

ফিলিস্তিনের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে শিল্প প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বারিধারায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের বাসভবনে এই আয়োজন করা হবে।

'সুকুন আর্ট' শীর্ষক একদিনের এই প্রদর্শনীতে থাকবে শিল্পী তাহিয়া তাবানির শিল্পকর্ম।

১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রতি বছর ২৯ নভেম্বর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশে আন্তর্জাতিক দিবসটি পালনের আহ্বান জানায়। এর ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

ঢাকা/হাসান/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়