লেবানন থেকে ফিরছেন আরও ৪০ বাংলাদেশি
কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৯৭ জন বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) আরও ৪০ বাংলাদেশি দেশে ফিরবেন। তারা বিমানে বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরবেন।
লেবাননের স্থানীয় সময় রোববার রাতে এ তথ্য জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, আগামী ৩ ডিসেম্বর ৪০ জনের দ্বাদশ গ্রুপ বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওয়ানা করবে। তারা ওই দিন সকালে বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বাংলাদেশ সময় রাত ১১টায় তাদের বহনকারী উড়োজাহাজ ঢাকার হজরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
গত ২১ নভেম্বর লেবানন থেকে ৮২ বাংলাদেশি দেশে ফেরেন। এ নিয়ে কয়েক দফায় লেবানন থেকে দেশে ফিরেছেন ৬৯৭ জন বাংলাদেশি।
ঢাকা/হাসান/রফিক