ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

জাতীয় ঐক্যের আহ্বানে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ৩ ডিসেম্বর ২০২৪  
জাতীয় ঐক্যের আহ্বানে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস

দেশের চলমান পরিস্থিতিতে ‘জাতীয় ঐক্যের’ ডাক দিতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এর অংশ হিসেবে বুধবার (৪ ডিসেম্বর) তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবেন। পরেরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার বিকেল ৪টায়। পরেরদিন তিনি বসবেন ধর্মীয় নেতাদের সাথে। এর লক্ষ্য ঐক্যের ডাক দেওয়া।’’

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়