ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

মরুকরণ রোধে রিয়াদে শুরু কপ-১৬ সম্মেলন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৪ ডিসেম্বর ২০২৪  
মরুকরণ রোধে রিয়াদে শুরু কপ-১৬ সম্মেলন

সৌদি আরবের রিয়াদে ১৬তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-১৬) সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মরুকরণ রোধ এবং ভূমির পুনরুদ্ধার ও খরা প্রতিরোধের জন্য বৈশ্বিক প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানানো হয় এই সম্মেলনে।

‘আমাদের ভূমি, আমাদের ভবিষ্যৎ’ শিরোনামে শুরু হওয়া সম্মেলনটি ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এটি এখন পর্যন্ত জাতিসংঘের মরুকরণ রোধ সম্পর্কিত সবচেয়ে বড় সম্মেলন হিসেবে স্বীকৃত। এছাড়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ইউএনসিসিডি সম্মেলন এটি।

কপ-১৬ সম্মেলনে মরুকরণ রোধে চীনের নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হবে, যেখানে চীন তার সফলতার প্রদর্শনী করবে চীনা প্যাভিলিয়নে। ৬০০ বর্গ মিটারের এই প্যাভিলিয়নে মরুকরণ নিয়ন্ত্রণের একটি প্রদর্শনী থাকবে। বিভিন্ন সহযোগিতামূলক ইভেন্টও অনুষ্ঠিত হবে সেখানে।

উল্লেখ্য, এ বছর চীন জাতিসংঘ মরুকরণ রোধ চুক্তিতে সই করার ৩০ বছর পূর্ণ করেছে।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়