ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

লেবানন থেকে দেশে ফিরছেন আরো ৬৫ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ৪ ডিসেম্বর ২০২৪  
লেবানন থেকে দেশে ফিরছেন আরো ৬৫ বাংলাদেশি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৪ ডিসেম্বর) রাতে ৬৫ জন বাংলাদেশি দেশে ফিরবেন। এছাড়া, আগামীকাল ফিরবেন আরো ১১৪ জন বাংলাদেশি। 

বৈরুতের বাংলাদেশ দূতাবাস এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, বুধবার রাত ১টায় বিমানযোগে ৬৫ জন বাংলাদেশি দেশে পৌঁছাবেন।  

লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আজ বুধবার ৬৫ জনের ১৩তম গ্রুপটি বৈরুত থেকে দুবাই হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

এছাড়া, আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১১ টায় আরো ১১৪ জন বাংলাদেশি লেবানন থেকে ঢাকায় ফিরবেন।

যুদ্ধের পরিপ্রেক্ষিতে লেবানন থেকে এখনও পর্যন্ত কয়েক দফায় ৭৯৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত এনে‌ছে সরকার।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়