ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:২৭, ৪ ডিসেম্বর ২০২৪
গুম তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল

প্রতীকী ছবি

গুম তদন্ত কমিশনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে সরকার। ফলে, আগামী ১৫ মার্চের মধ্যে তাদের এ সংক্রান্ত প্রতিবেদন সরকারের কাছে দাখিল করতে হবে। এর আগে গুম কমিশনকে ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

বিগত সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করাসহ এ বিষয়ে তদন্ত করতে গত ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ‌মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে একটি কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান ও সাজ্জাদ হোসেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস।

কমিশন ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিল, তা নির্ধারণ করবে। ‘কমিশন অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুসারে তদন্ত সম্পন্ন করে তিন মাসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। আগামী ১৫ ডিসেম্বর প্রতিবেদন দেওয়া কথা থাকলেও এখন সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়