ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৫ ডিসেম্বর ২০২৪  
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হলেন ফয়েজ আহম্মদ

ফয়েজ আহম্মদ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হ‌য়ে‌ছেন সাংবাদিক ফয়েজ আহম্মদ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাকে এ প‌দে চুক্তিভিত্তিক  নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে ফয়েজ আহম্মদ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) পঞ্চম গ্রেডভুক্ত বেতনে নিয়োগ পেয়েছেন ফয়েজ আহম্মদ।

এর আগে ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন ফয়েজ আহম্মদ। তিনি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। দুর্নীতি বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশানের নেতৃত্ব দিয়েছেন ফয়েজ আহম্মদ।

ঢাকা/নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়