ইউনিলিভারের ছাঁটাই করা শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালের দাবি
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিক্রয়-বিপণন শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ
বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড থেকে ছাঁটাই করা শ্রমিক-কর্মচারীদেরকে অবিলম্বে বকেয়া বেতন দেওয়াসহ পূর্বমর্যাদায় পুনর্বহালের দাবি জানিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিক্রয়-বিপণন শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি চৌধুরী আশিকুল আলম, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড বিক্রয়-বিপণন শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়কারী হযরত আলী প্রমুখ।
শ্রমিকনেতারা অবিলম্বে ছাঁটাই করা শ্রমিক-কর্মচারীদেরকে পূর্বমর্যাদায় বকেয়া বেতনসহ পুনর্বহালের জোর দাবি জানান। একইসঙ্গে শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, সাপ্তাহিক ছুটি, ৮ কর্মঘণ্টা, অতিরিক্ত কাজে দ্বিগুণ মজুরিসহ শ্রম আইন অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জোর দাবি জানান তারা। ছাঁটাই-নির্যাতন বন্ধে শ্রম আইন বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে প্রতিবাদ সমাবেশে।
ঢাকা/মামুন/রফিক