দোহা ফোরামে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের অংশগ্রহণ
দোহা ফোরামে বাংলাদেশের প্রতিনিধিদল
প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান চলমান দোহা ফোরামে অংশ নিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খলিলুর রহমান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে প্রতিনিধিদলে আছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অণুবিভাগের মহাপরিচালক মো. শফিকুর রহমান।
কাতার সরকারের আয়োজনে দুই দিনব্যাপী ২২তম দোহা ফোরাম শনিবার (৭ ডিসেম্বর) শুরু হয়েছে। এবারের থিম হলো:‘দি ইনোভেশন ইমপেরেটিভ। ডিপ্লোমেসি, ডায়ালগ, ডাইভারসিটি।’
শতাধিক দেশ থেকে সহস্রাধিক প্রতিনিধি এ ফোরামে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনী ভাষণ দেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।
এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় কাতারের দোহায় বাংলাদেশ ও কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। কাতারের বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় কাতার প্রবাসী ব্যাডমিন্টন সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
ড. খলিলুর রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে প্রবাসীদের অবহিত করেন।
প্রবাসীদেরকে দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের আর্থ-সামাজিক উন্নয়নে, বিশেষ করে বর্তমানে আর্থিক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বড় ধরনের ভূমিকা রাখছে।”
হাই রিপ্রেজেন্টেটিভ দোহা ফোরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে প্যানেল স্পিকার হিসেবে অংশগ্রহণের পাশাপাশি কাতারের আন্তর্জাতিক সহায়তাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।
ঢাকা/হাসান/রফিক