ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

স্থানীয় নির্বাচন নির্দলীয় হওয়া উচিত: বদিউল আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২১:২৩, ৮ ডিসেম্বর ২০২৪
স্থানীয় নির্বাচন নির্দলীয় হওয়া উচিত: বদিউল আলম

বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার। এছাড়া স্থানীয় সরকার প্রতিনিধিরাও এ নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিয়েছেন।

রবিবার (৮ ডিসেম্বর) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘‘স্থানীয় নির্বাচন শেষ করে জাতীয় নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন করার দাবিও জানিয়েছেন তারা।’’

তিনি বলেন, ‘‘স্থানীয় সরকারকে নিয়ন্ত্রণমুক্ত রাখার দাবি তাদের। সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা।’’

সংস্কার কমিশন প্রধান বলেন, ‘‘যতদিন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আছে, ততদিন আমরা সংস্কার প্রস্তাব নেব। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমাদের কাজ শেষ করতে চাই।’’

তিনি বলেন, ‘‘উপজেলায় ভাইস চেয়ারম্যান পদ বিলুপ্ত করে নারীদের জন্য অন্যভাবে নির্বাচনের সুপারিশ এসেছে। সবাই দাবি করেছেন স্থানীয় সরকার যেন শক্তিশালী হয়। তারা যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানুষের জীবনমান উন্নয়নে যেন ভূমিকা রাখতে পারেন; এজন্য জাতীয় সংসদের মত স্থানীয় নির্বাচনেও যেন ভালো ব্যক্তিরা আসতে পারেন। যার মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী হবে, সে কথা বলেছেন। তাদের অনেকেই আজ প্রথমবারের মত জাতীয় সংসদ ভবনে এসে নিজেরা সম্মানিতবোধ করেছেন। তারা বলেছেন, এই সুন্দর ভবনে যেন কখনোই আর অসুন্দর ব্যক্তিরা প্রবেশ করতে না পারেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপক দাবি উঠেছে।’’

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘‘আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। কমিশন যেন কঠোর হয়। আমরা মতামত দিয়েছি, যেন অল্প সময়ের মধ্যে ভোট দিতে পারি। রিটার্নিং কর্মকর্তা ইসি কর্মকর্তা যেন হয়। ডিসি বা ইউএনওকে চাই না। বিচার বিভাগ ছাড়া সব ইসির নিয়ন্ত্রণে চাই। আমরা তাড়াতাড়ি নির্বাচনের কথা বলেছি।’’

গাজীপুর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, ‘‘জনপ্রতিনিধি যেন ন্যূনতম ডিগ্রি পাশ হয়। স্থানীয় নির্বাচনে যে দলীয় মার্কা না থাকে।’’

সাবেক এক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস বলেন, ‘‘আগের সরকারের আমলের কেউ যেন পুনর্বহাল হতে না পারে। সঠিক সময়ে সঠিক উপায়ে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে দলীয়ভাবে স্থানীয় নির্বাচন না করা হয়, সে প্রস্তাব আমরা করেছি।’’

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়