উপ প্রেস সচিব
নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য ‘ব্যক্তিগত’
রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দুই উপ প্রেস সচিব।
পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের ‘আগামী বছর বাংলাদেশে রাজনৈতিক সরকার আসতে পারে’ বলে মন্তব্য তার ব্যক্তিগত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
রবিবার (৮ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘‘উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন আগামী বছর নির্বাচন হতে পারে।’’
তিনি আরো বলেন, ‘‘প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন থেকে নির্বাচনের বিষয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।’’ ঘোষণা কবে আসবে সাংবাদিকদের এমন প্রশ্নে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘‘যখন ঘোষণা আসবে, তখন সবার আগে মিডিয়াগুলোকে জানানো হবে।’’
৭ ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বার্ষিক উন্নয়ন সম্মেলনে অংশ নিয়ে উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আগামী বছর দেশে রাজনৈতিক সরকার আসতে পারে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
ঢাকা/হাসান/এনএইচ