ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৪, ১০ ডিসেম্বর ২০২৪
দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা 

মঙ্গলবার জাইকার প্রতিনিধিদল সাক্ষাৎ করেন খাদ্য উপদেষ্টার সঙ্গে

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

এসময় খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে  খাদ্য উপদেষ্টাকে অবহিত করেন।

এ সময় দেশের মানুষের খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন খাদ্য উপদেষ্টা। এছাড়া, নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন তিনি।

জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন খাদ্য উপদেষ্টা।

এএএম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়