ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৫, ১০ ডিসেম্বর ২০২৪  
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চতুর্থ সভা অনুষ্ঠিত 

স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের জন্য গঠিত ‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশন’ এর চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

সভায় ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ- ২০২৪’ নিয়ে বিশদভাবে আলোচনা হয় এবং এ বিষয়ে সরকারকে লিখিত মতামত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

এ ছাড়া, পঞ্চম স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি বিষয়ে মতামতের জন্য সাব কমিটি গঠন করা হয়, স্বাস্থ্যখাতে অংশীজনের প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয় যাদের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হবে। 

একইসঙ্গে ওয়েবসাইট তৈরির কাজ চলমান রয়েছে উল্লেখ করে, ওয়েবসাইটে সকলের মতামত গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা/আসাদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়