ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মতিঝিলে হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৯:৩০, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৩৭, ১২ ডিসেম্বর ২০২৪
মতিঝিলে হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার

ফাইল ফটো

রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার নাম হাসানুজ্জামান চৌধুরী (৫২)।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘‘রাতে খবর পেয়ে হোটেল পারাবতের ৯০৫ নম্বর কক্ষ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।’’

হোটেল ম্যানেজারের বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘‘বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তি হোটেলের ৯০৫ নম্বর কক্ষে উঠেন। রাতে হোটেল বয় তার কক্ষে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে ম্যানেজারকে জানান। পরে ম্যানেজার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাটের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।’’

হাসানুজ্জামান চৌধুরী চট্টগ্রামের আনোয়ারা থানার বৈরাগ গ্রামের মৃত আমিরুজ্জামান চৌধুরীর ছেলে।

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়