হেলাল হাফিজ অনন্ত কবিতালোকে, ফেসবুকজুড়ে শোক
রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
এদিকে, প্রিয় কবির মৃত্যুতে ফেসবুকজুড়ে চলছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রিয় কবিকে নিয়ে অনেকেই স্মরণ করছেন তাকে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘‘কবি হেলাল হাফিজ আর যৌবনের গান প্রায় সমার্থক হয়ে গেছে। কিন্তু তিনি আরো নানা রকম কবিতাও লিখেছিলেন। যেমন:
‘কথা ছিলো একটি পতাকা পেলে
আমি আর লিখবো না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা’!
কিন্তু আমাদের অংকুরিত কষ্টের কবিতা এই জুলাইতেও লিখতে হয়েছে। কবির প্রয়াণে শোক এবং শ্রদ্ধা। আগামীকাল বাদ জোহর প্রেসক্লাবে হেলাল হাফিজের জানাযা অনুষ্ঠিত হবে।’’
কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের তার ফেসবুকে লিখেছেন, ‘‘এই তো, হেলাল ভাই, খুব বেশিদিন আগে নয়, কথা বলতে বলতে আপনি ক্লান্ত অথচ গভীর গলায় বলেছিলেন,' আমি যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি' থেমে থেকে যোগ করেছিলেন,' তবু সাবের, আরও কিছুদিন আরও কিছুদিন '...। আমি জানতে চেয়েছিলাম, আরও কিছুদিন কী, হেলাল ভাই? থেকে যেতে ইচ্ছে করে? সামান্য হেসেছিলেন আপনি, যদিও আপনার চোখেমুখে প্রবল আকুতি ছিল, বলেছিলেন, কোনও কারণ নেই, বুঝেছ? এত অসুখ আর এত কষ্ট শরীরে, তবু, এমনি, এমনিই আরও কিছুদিন থেকে যেতে ইচ্ছে করে।’’
কথাসাহিত্যিক শিল্পী নাজনীন তার ফেসবুকে লিখেছেন, ‘‘সারাদিনের ব্যস্ততা শেষে ফেসবুকে ঢুঁ দিতে এসেই থমকে গেলাম। মনটা খারাপ হয়ে গেল ভীষণ। রবীন্দ্র সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর কবি হেলাল হাফিজ বিদায় নিয়েছেন পৃথিবীর নাট্যমঞ্চ থেকে। জানি এই বিদায়টুকুই চিরসত্য পৃথিবীতে। ভীষণ ঠুনকো আর পলকা এই জীবন। তবু প্রিয়জনের বিদায় ব্যথায় সহসা কুঁকড়ে যায়, বিষাদভারে নুয়ে পড়ে মন...।’’
কবি হাসানআল আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, ‘‘গত বছর পহেলা বৈশাখ আমার জন্মদিনে তিনি ইনবক্সে লিখেছেন, "শুভ জন্মদিন!’ তার কিছুদিন আগে জানিয়েছিলেন, "আমি খুব অসুস্থ। দোয়া করো, প্রিয়!’ আমার স্ত্রীকে তিনি বউমা ডাকতেন। কথা হলেই বলতেন, "বউমা কেমন আছে? তোমার ছেলেটা কতো বড়ো হলো?’ না, তিনি আর আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন না। আর আমার স্ত্রী ও সন্তানের খোঁজ নেবেন না। বলবেন না, "আমি ভীষণ অসুস্থ!’ আজ তিনি সকল প্রশ্ন ও জিজ্ঞাসার অতীত। খুব কষ্ট হচ্ছে হেলাল ভাই। আপনার কয়েকটি অমর কবিতা নিয়ে আমরা বেঁচে থাকবো। "এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়!’ আমাদের এখন যুদ্ধে যাবার সময়, হেলাল ভাই।’’
কথাশিল্পী পিওনা আফরোজ তার ফেসবুকে লিখেছেন, ‘‘আজ এই শীতের বিষণ্ন দিনে আপনার সব কষ্টের অবসান হোক, এই ধরাতেই, শান্তিতে থাকুন অনন্তজীবনে প্রিয় কবি হেলাল হাফিজ।’’
কথাসাহিত্যিক ও শিক্ষক চন্দন আনোয়ার তার ফেসবুকে লিখেছেন, ‘‘ কবি হেলাল হাফিজের প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানাই।’’
কথাসাহিত্যিক ও সাংবাদিক সালাহ উদ্দিন মাহমুদ তার ফেসবুকে লিখেছেন, ‘‘কবি হেলাল হাফিজের প্রস্থানে গভীর বেদনা বোধ করছি।’’
ঢাকা/এসবি