ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

‘গুম কমিশনের হাতে নৃশংসতার লোমহর্ষক প্রতিবেদন’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৬, ১৬ ডিসেম্বর ২০২৪
‘গুম কমিশনের হাতে নৃশংসতার লোমহর্ষক প্রতিবেদন’

বিভিন্ন সময় গুম হওয়া ব্যক্তিদের সন্ধান চান স্বজনরা

অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশনের প্রাথমিক প্রতিবেদনে নৃশংসতার লোমহর্ষক বর্ণনা উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, “এটা একটা 'লোমহর্ষক প্রতিবেদন'। মানুষ মানুষের প্রতি কী পরিমাণ নৃশংসতা হতে পারে এতে আছে তার বিবরণ।”

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, "অবিশ্বাস্য বর্ণনা। সরকারের আক্রোশের শিকার হয়ে ঘটনাচক্রে যারা এখনো বেঁচে আছেন তারা আজ পর্যন্ত মুখ খুলতে সাহস করছেন না। তাদের ভয় কিছুতেই কাটছে না। তাদের ভয়, হঠাৎ যদি ঐ জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে। গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে।”

এর আগে গত শনিবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সম্পর্কিত তদন্ত কমিশন। সেই প্রতিবেদনের ‘প্রকাশযোগ্য অংশ’ গণমাধ্যমকে সরবরাহ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গত ২৭ আগস্ট তদন্ত কমিশন গঠন করে সরকার। 

তদন্ত কমিশনের সভাপতি করা হয় হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। কমিশনের অন্য সদস্যরা হলেন, হাইকোর্টের অতিরিক্ত বিচারক বিচারপতি মো. ফরিদ আহমেদ, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়