ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

বাংলাদেশিরা ঘরে বসেই পাবেন থাইল্যান্ডের ভিসা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:১৭, ১৬ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশিরা ঘরে বসেই পাবেন থাইল্যান্ডের ভিসা

আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের পাসপোর্টধারীরা ই-ভিসার আবেদন করতে পারবেন। এর ফলে পাসপোর্ট জমা দেওয়া ছাড়াই অনলাইনের মাধ্যমে ঘরে বসে নেওয়া যাবে থাইল্যান্ডের ভিসা। 

এ ছাড়া নতুন বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের ই-ভিসা দেবে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এ তথ্য জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে www.thaievisa.go.th ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে এবং ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। সুতরাং পাসপোর্ট জমা দেওয়ার কোনো কারণ নেই।

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে। আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, ই-ভিসা সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করা হয়েছে। আর কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি গত ২০১৮ সাল থেকে কার্যকর রয়েছে।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়